শিরোনাম
সিলেট, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : সিলেটে নানা আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ।
এ উপলক্ষে সোমবার বিকালে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যলি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অণুষ্ঠিত হয়।
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সালমা বাছিত, সহ সভাপতি এ জেড রওশন জেবিন রুবা, জেলা প্রেসক্লাবের সভাপতি ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা বেগম চৌধুরী।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী বীনা সরকার।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মহি উদ্দিন, নুরুন্নাহার প্রমুখ। সভায় সিলেটের মহিলা আওয়ামীলীগের বিভিন্ন সাংগঠনিক শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।