শিরোনাম
।। কামাল আতাতুর্ক মিসেল।।
কুমিল্লা (দক্ষিণ), ২ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার গোমতী নদীতে মাছ ধরার উৎসব। আজ ভোর ৬টা থেকে জেলার সদর উপজেলার টিক্কারচর এলাকায় মাছ ধরার এ উৎসবে যোগ দেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
ভোর থেকেই টিক্কারচরে পলো, ছিটাজাল, মই জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে মানুষজন হাজির হন গোমতী নদীর পাড়ে। এরপর তারা একত্রিত হয়ে মাছ শিকারে নামেন। উৎসবে যোগ দেওয়া মানুষ রুই, কাতল ও কার্পজাতীয় মাছ ছাড়াও, বোয়াল, আইড়, শোলসহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ শিকার করেছেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর আমরা মাছ ধরা উৎসবের অপেক্ষায় থাকি। প্রথমে উৎসবের দিন নির্ধারণ করা হয়। পরে হাট-বাজারে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। এরপর নির্ধারিত দিনে সবাই ওই চরে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন। বরাবরের মতো আজও সবাই মাছ ধরার উৎসবে সামিল হয়েছে।
মাছ ধরতে আসা কানাই মোদক বলেন, আমি প্রতি বছর বিভিন্ন এলাকায় মাছ ধরতে যাই। এবার টিক্কারচরে মাছ ধরতে এসেছি। একটি বড় রুইসহ একাধিক মাছ শিকার করেছি। সবাই মিলে মাছ ধরার মধ্যে আলাদা আনন্দ আছে।
টিক্কারচর এলাকার মাছ শিকারি কামরুল ইসলাম বলেন, আমার পূর্বপুরুষরা এ উৎসবে অংশ নিয়েছেন। আমরাও নিচ্ছি। সবাই মিলে মাছ ধরার মাঝে একটা অন্যরকম আনন্দ আছে। কয়েকটি বড় মাছ ধরতে পেরেছি। অনেকে আমার চেয়ে আরও বেশি মাছ শিকার করেছেন।
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছান রফি রাজু বাসসকে বলেন, প্রতি বছরই এ সময়টাতে কুমিল্লার নানা প্রান্তের সৌখিন মাছ শিকারীরা টিক্কারচর এলাকায় একত্রিত হয়ে মাছ শিকারে নামেন। এতে একটা উৎসবের আমেজ তৈরি হয়।