বাসস
  ০২ মার্চ ২০২৩, ১৭:২১

লালমনিরহাটে জাতীয় ভোটার দিবস পালিত

লালমনিরহাট, ২ মার্চ ২০২৩(বাসস): জেলায় আজ ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ শীর্ষক শ্লোগান নিযে  জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক র্যা লি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‌্যালি শেষে জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। 
জেলা নির্বাচন অফিসার মো. লুৎফুল কবির সরকারের সভাপতিত্বে এ আলোচনাসভা বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।