শিরোনাম
হবিগঞ্জ, ২ মার্চ ২০২৩ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ রিচি উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
এককোটি টাকা ব্যয়ে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।
পরে সংসদ সদস্য মো. আবু জাহির বিদ্যালয় ম্যানেজিং কমিটি আয়োজিত সুধী সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।