শিরোনাম
লালমনিরহাট, ৩ মার্চ, ২০২৩ (বাসস): জেলায় আজ শিক্ষার গুণগত মনোন্নয়নে এক মতবিনিময় সভা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবনিযুক্ত শিক্ষকদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন রায় চৌধুরী প্রমুখ উপস্থিত
অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় ও নবনিযুক্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।