শিরোনাম
ঢাকা, ৩ মার্চ, ২০২৩ (বাসস) : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনাবাসীকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, পাবনাবাসী পৃথিবী এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন।
আজ বিকালে ঢাকা বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অব পাবনা (ডুসাপ) আয়োজিত নবীন বরণ ও গুণীজন সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোঃ খাদেমুল ইসলামের সভাপতিত্বে ডুসাপ কর্তৃক আয়োজিত নবীন বরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ হাসিবুর রশীদ, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের উপ-উপচার্য, অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেস হোসেন প্রমুখ।
শামসুল হক টুকু আরো বলেন, ঢাকা বিশ^বিদ্যালয় সারা পৃথিবীব্যাপী জ্ঞানের কেন্দ্রবিন্দু বলে পরিচিত। সে বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে পাবনা জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা পৃথিবীব্যাপী পাবনা জেলাকে পৃথিবীর সামনে তুলে ধরবেন।
তিনি বলেন, মাদক সেবীদের ঘৃণা করতে হবে। মাদকের আগ্রাসন থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে। ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে ছাত্র-শিক্ষক-অভিভাবক কাউন্সিলিং জোরদার করতে হবে।
তিনি বলেন, পাবনা জেলার চরমপন্থী, রাজাকার, আল বদর, আল শামসদের কথা আমাদের প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সাথে আমাদের কোন বন্ধুত্ব হতে পারেনা। স্বাধীনতার পর থেকে পাবনা জেলায় শিক্ষার প্রসার ঘটেছে। পাবনাবাসী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।