শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৪ মার্চ ২০২৩ (বাসস): জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে নবনিযুক্ত পিপি ও জিপিসহ অন্যরা ।
আজ শনিবার পিরোজপুরের সরকারী কৌশলি (জিপি) প্রেমানন্দ হালদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আউয়াল মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলীপ কুমার মাঝি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু, ১৯৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয়।
এ সময় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য চন্ডীচরণ পাল, পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা-সহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।