শিরোনাম
বগুড়া, ৫ মার্চ, ২০২৩ (বাসস) : বগুড়া শহিদ খোকন পৌর শিশু উদ্যান চত্ত¦রে ১০ দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা শুরু আজ হয়েছে।
বগুড়া জেলা প্রশাসন, বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে বিকেল ৪ টায় মেলার উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
মেলা চত্ত¦রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীনেশ সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রিজের সভাপতি মাসুদুর রহমান মিলন, নাসিবের সভাপতি টি জামান নিকেতা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- বগুড়া বিসিকের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান।
১০ দিনের এই মেলায় মোট ৫০ টি স্টল স্থান পেয়েছে। বগুড়াসহ বিভিন্ন জেলার উদ্যেক্তারা এই মেলায় তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য এনেছেন।