শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ ), ৫ মার্চ ২০২৩(বাসস) : ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে জেলার টুঙ্গিপাড়ায় আজ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মাঠে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রধান অতিথি হিসাবে এ প্রদর্শনী উদ্বোধন করেন।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র সরদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস প্রমুখ।
এর আগে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩০ টি স্টল ঘুরে ঘুরে দেখেন।
টুঙ্গিপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ বিশ্বাস জানান, দিনব্যাপী প্রদর্শনীতে গরু-ছাগল, হাঁস-মুরগি, কবুতর, তিতির, টার্কি মুরগি, কোয়েল, ঘুঘু সহ বিভিন্ন পাখি প্রদর্শণ করা করা হয়েছে।