বাসস
  ০৫ মার্চ ২০২৩, ২১:০৭

চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক 

চুয়াডাঙ্গা, ৫ মার্চ, ২০২৩ (বাসস): আজ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন জেলার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক।
সকাল ৯টায় নিজ গ্রামের হাই স্কুল মাঠে গার্ড অব অনার প্রদানের পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সন্মানে পুষ্পমাল্য অর্পণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।
পুষ্পমাল্য অর্পণের পর চুয়াডাঙ্গা পুলিশ লাইনের চৌকস পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন।  গার্ড অব অনারের পর নিজ গ্রামের মাঠে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হয়।
শনিবার সন্ধ্যায় স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, ২ মেয়ে স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।