বাসস
  ০৬ মার্চ ২০২৩, ১০:২৯

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান শুরু আজ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৬ মার্চ, ২০২৩ (বাসস) : ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দু’ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আজ সোমবার।
এ উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দুইটি প্রতিযোগিতার তিনটি বিভাগে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ২০০ প্রতিযোগী  অংশ নেবে।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা আরো জানান, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আগামী কাল মঙ্গলবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হবে। আলোচনা সভা শেষে ৭ মার্চ উপলক্ষে আয়োজিত নৃত্য ও সংগীত প্রতিযোগিতার বিজয়ীদেও মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।  এরপর ৭ মার্চ নিয়ে নির্মিত আলোকচিত্র প্রদর্শন করা হবে। তারপর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।