বাসস
  ০৬ মার্চ ২০২৩, ১১:৪৪

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ২ ট্রাক হেলপার নিহত

বাগেরহাট, ৬ মার্চ, ২০২৩ (বাসস) : ঢাকা-খুলনা মহাসড়কের বাগেরহাট ফকিরহাট উপজেলার মুলঘর চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় আজ সকাল ৭টায়  দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের সাথে মাছ বোঝাই ট্রাকের ধাক্কা লেগে ঘটনাস্থলে ২ জন ট্রাক হেলপার নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনার পর মোল্লা­হাট হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধারসহ রাস্তাার যানজট নিরসন করেছে। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মোল্লাহাট  হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, বালুবোঝাই একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যাওয়ায় ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেয়ারম্যান বাড়ি মোড়ে  থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক। সকাল ৭ টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনাগামী দ্রুতগতির মাছবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাক চালকের দুইজন সহকারী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে বাগেরহাট জেলা  সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।