বাসস
  ০৬ মার্চ ২০২৩, ১২:৫৭

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে সাতক্ষীরায় তিনদিনের কর্মসূচি

সাতক্ষীরা, ৬ মার্চ,২০২৩(বাসস): ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন তিনদিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৭মার্চ সকাল ৯টায় শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। ৭মার্চ সুবিধামত সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ‘ঐতিহাসিক ৭ মার্চ  উপলক্ষে জেলা কর্মসচির সাথে সঙ্গতি রেখে স্ব-স্ব কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন। ৭মার্চ দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের  ভাষণ প্রচার। ৭মার্চ সন্ধ্যা ৬টায় খুলনা রোড মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র ও ডকুমেন্টারী প্রদর্শনী। ৭মার্চ সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
৬মার্চ বিকেল ৩টায় সাতক্ষীরা জেলা শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ক-বিভাগ শিশু শ্রেণি হতে ২য় শ্রেণি, খ-বিভাগ ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণি, গ-বিভাগ ৬ষ্ঠ শ্রেণি হতে ৮ম শ্রেণি, ঘ-বিভাগ ৯ম শ্রেণি হতে ১০ম শ্রেণি এবং ঙ-বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অংশগ্রহণ করতে পারবে।
৬মার্চ বিকেল ৪টায় সাতক্ষীরা জেলা শিশু একাডেমিতে দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা। ৬মার্চ বিকেল ৫টায় সাতক্ষীরা জেলা শিশু একাডেমিতে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতা ৫ মার্চ জেলা শিশু একাডেমিতে আয়োজন করা হয়।