শিরোনাম
ঢাকা, ৬ মার্চ, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আফজাল খানের জ্যেষ্ঠপুত্র এবং দলের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য মাসুদ পারভেজ খান ইমরানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মাসুদ পারভেজ খান ইমরান রোববার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ....... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।