বাসস
  ০৬ মার্চ ২০২৩, ২০:৫২

ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ

ঢাকা, ৬ মার্চ, ২০২৩ (বাসস) :  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান আজ এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) ৭২ জন যাত্রী ও পাঁচ ক্রু সদস্য নিয়ে জরুরি অবতরণ করেছে। আকাশে উড়ালের পর বিমানের একটি টায়ার ফেটে গেলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। জাতীয় পতাকাবাহী বিমানটি কলকাতা থেকে ঢাকায় আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রুপ ক্যাপ্টেন ও এইচএসআইএ’র নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘বিমানটি সকাল ১০টার দিকে ৭২ জন যাত্রী ও ক্রুসহ নিরাপদে অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।’ তিনি বলেন, ফ্লাইট বিজি-৩৯২ সকাল ৮টা ৪৯ মিনিটের দিকে কলকাতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং পরে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকার আকাশে উড়ালের পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
জরুরি অবতরণের খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়। অবশেষে সকাল ১০.০৩ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।