শিরোনাম
চুয়াডাঙ্গা, ৭ মার্চ, ২০২৩ (বাসস): জেলায় নানা আয়োজনে মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গাজেলা আওয়ামী-লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আমিুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসকের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।