শিরোনাম
ঢাকা, ৭ মার্চ, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সারাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হচ্ছে। বাসসের জেলা সংবাদাতারা জানান-
ঝালকাঠি: সকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। বক্তব্য রাখেন- পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, বীরমুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পস্তবক অর্পন করেন আমির হোসেন আমু, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
ফেনী: জেলা শহরের জেল রোডে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। এর আগে শ্রদ্ধা জানান- জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার জাকির হাসান, পৌর মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন। অপরদিকে ফেনী পৌর লিবার্টি মার্কেটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
লালমনিরহাট: সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক টি.এম.এ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাটের প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্ডভোকেট মতিয়ার রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্ডভোকেট সফুরা বেগম রুমি, জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।
নীলফামারী: জেলায় সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষন প্রচার, র্যা লি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমাান পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর : জেলায় সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এরপর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ভার্চুয়াল জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক হাসানুজ্জামান মালেক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা বিশ্বাস হীরা, শিক্ষার্থী সাজিদ হোসেন প্রমুখ।
ময়মনসিংহ: জেলায় সকালে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন গৃহায়ণগ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পরে একে-একে পুস্পস্তবক অর্পন করেন ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ দেব দাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক-পৃথকভাবে কর্মসূচি পালন করে।
এদিকে দিনের অনান্য কর্মসূচির মধ্যে ছিলো সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন, শিশু একাডেমিতে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, নগরীর বিভিন্নস্থানে জাতির জনকের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার, শিক্ষার্থীদের মধ্যে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের কপি বিতরণ, জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন। নগরীর বিভিন্নস্থানে জাতির পিতার জীবনী ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন। বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আলোচনা সভায় অনুষ্ঠিত হবে।
লক্ষ্মীপুর: সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম। এ ছাড়া ও জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ভাষণ প্রচার, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া জেলা জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনার সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
রাঙ্গামাটি: জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল মাওলার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি বৃষ কেতু চাকমা, জেলা কৃষকলীগের সভাপতি মো. জাহিদ আকতার, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ জেলার ১০ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
নওগাঁ: জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল ৯টায় মুক্তিরমোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মধে্যিিদয়ে জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে সেখানে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় ৭ই মার্চের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন- জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যা ন আলহাজ্ রফিকুল ইসলাম রফিক, অবসরপ্রাপ্ত অধ্যকক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁর সাবেক ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন বক্তব্য রাখেন। অপরদিকে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পৃথক কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সহ-সভাপতি সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হকসহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা: জেলায় সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন- জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসকের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাগুরা: জেলায় সকাল ১০টায় স্থানীয় নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বগুড়া: জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে বটতলা চত্ত্বরে সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং সেখানে দাঁড়িয়ে নিরবে শ্রদ্ধা নিবেদন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুর আহসান রিপু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী , জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হেসেন , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) দীনেশ সরকার , ডিডি এলজি মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) নিলুফা ইয়াসমিন জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন সরকারি অসরকারি প্রতিষ্ঠান। এরপর জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনেরপক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় প্রদান অতিথি ছিলেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন অফিসে দৃষ্টি দন্দন বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন শফিউল আজম। এ ছাড়া দিবসটিতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি মজিবর রহমান মজনু সভাপতিত্বে করেন। শিশু একাডেমিতে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের, চিত্রংকন ,সংগীত ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
ভোলা: জেলায় সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বিবেক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর মো. সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান। পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত¦রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া সকল মসজিদ, মন্দির ও অনান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন রয়েছে। একইসাথে জেলার সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে।
নড়াইল: জেলায় সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন। ২৭০ ফুট বাই ৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানব মানচিত্র প্রদর্শন, ৬০ ফুট বাই ৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন। সহস্রকণ্ঠে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশনা। গণসংগীত পরিবেশনা, সহস্রকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উচ্চারণ এবং বঙ্গবন্ধু সম্পর্কিত আলোকচিত্র ও স্থিরচিত্র প্রদর্শন। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু প্রমুখ। এসময় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরমেয়র আঞ্জুমান আরা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নিল সিকদার নীলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটোর: জেলায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে সকাল ১০টায় জেলা প্রশাসন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। জেলা প্রশাসক শামীম আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এরআগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, পিবিআই পুলিশ সুপার শরীফ উদ্দিন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান প্রমুখ। সূর্যোদয়ের সাথে-সাথে সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন করে। জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ নেতৃবৃন্দ।
শরীয়তপুর: জেলায় সূর্যোদয়ের সাথে-সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৮টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পর্যায়ক্রমে জেলা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে শিশুকন্ঠে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপস্থাপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি চিত্রাংকন প্রতিযোগিতা, দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা, চিরঞ্জীব মুজিব বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভূমিকা তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোকসজ্জা।
কুষ্টিয়া: সকাল ৮টা ৩০ মিনিটে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধঞ্জলি নিবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার নেতৃত্বে উপজেলা প্রশাসন জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ করেন এবং পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিনাজপুর: বেলা আড়াই টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই, দিনাজপুর জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা পরিষদের নির্বাহী প্রধান মো. জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা বুলবুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা স্যাটেলম্যান্ট অফিসার শামছুল আযম প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করেন হুইপ। এর আগে হুইপ ইকবালুর রহিম এমপি জেলা প্রশাসন চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
হবিগঞ্জ: সকালে হবিগঞ্জ কালেক্টরেট প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হাসান। এরপর জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শ্রদ্ধার্ঘ অর্পন করেন। পরে জাতির পিতা ও তার পরিবারের সদস্য এবং স্বাধীনতা যুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে জাতির পিতার ঐতিহাসিক ভাষণ প্রচার, শিক্ষার্থীদের নিয়ে ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা, আলোচনাসভা সহ জেলাব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গাজীপুর: জেলার কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহসান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা মান্নান শরীফ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান, ডাইনকিনি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম উজ্জ্বল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।
এছাড়াও খাগড়াছড়ি, ঝিনাইদহ, পাবনা ও রংপুরের পীরগঞ্জে অনুরূপ কর্মসূচি পালন করেছে।