বাসস
  ০৭ মার্চ ২০২৩, ১৬:৫৩

প্রকৌশলী দেলোয়ার হত্যা : সহকর্মী সেলিমসহ তিনজনের বিচার শুরু 

ঢাকা, ৭ মার্চ, ২০২৩ (বাসস) : গাজীপুর সিটি করপোরেশনের (অঞ্চল-৭) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন (৫০) হত্যা মামলায় তার সহকর্মী সহকারি প্রকৌশলী সেলিম হোসেনসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। 
মঙ্গলবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের রিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামি ৭ মে দিন ধার্য করা হয়েছে। 
অপর আসামিরা হলেন, দেলোয়ার হোসেনকে বহনকারী সিটি করপোরেশনের গাড়িচালক হাবিব ও কিলার শাহিন হাওলাদা। 
অভিযোগ গঠনের সময় মামলার আসামি প্রকৌশলী সেলিম হোসেন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 
২০২০ সালের ১১ মে সকাল সাড়ে নয়টার দিকে মিরপুরের বাসা থেকে অফিসের উদ্দেশে বের হন প্রকৌশলী দেলোয়ার। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। ওই দিন বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর ব্রিজের পশ্চিম দিকের একটি জঙ্গল থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। 
এ ঘটনায় নিহতের স্ত্রী খোদেজা আক্তার তুরাগ থানায় একটি হত্যা মামলা করেন। 
২০২১ সালের ৩ মে তুরাগ থানার পরিদর্শক শেখ মফিজুল ইসলাম তদন্ত শেষে প্রকৌশলী সেলিম হোসেনসহ তিন জনকে অভিযুক্ত করে অদালতে চার্জশিট দাখিল করেন। 
অপর আসামিরা হলেন, দেলোয়ার হোসেনকে বহনকারী সিটি করপোরেশনের গাড়িচালক হাবিব ও কিলার শাহিন হাওলাদা। তারা দু’জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।