বাসস
  ০৭ মার্চ ২০২৩, ১৭:১৪

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের মুক্তিকামী মানুষদের অনুপ্রাণিত করছে : শ ম রেজাউল করিম 

পিরোজপুর, ৭ মার্চ, ২০২৩ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু বাঙ্গালীদের নয়, সারা বিশে^র মুক্তিকামী মানুষদের অনুপ্রাণিত করবে। 
এই ভাষণটি এখন বিশ^ ঐতিহ্য। 
তিনি বলেন, ইউনেস্কো ২০১৭ সালের ৩০ অক্টোবর ওয়াল্ড মেমোরিয়াল রেজিস্ট্রারে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি বিশে^র শ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য করে অন্তর্ভুক্ত করেছে।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু চত্ত্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাঙ্গালীত্বের ছিটেফোটা আছে এমন মানুষও বঙ্গবন্ধুর ভাষণ শুনে মুগ্ধ হবে। আলোচনা সভায় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের দর্শন, বঙ্গবন্ধু আমাদের চেতনা। তাই বঙ্গবন্ধুকে শত চেষ্টা করেও আমাদের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হয়নি, কখনও হবেও না। 
৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, মহামানব ব্যতিত এরকম ভাষণ কেউ দিতে পারে না। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে তিনি যে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন সেই জয় বাংলা মুছে ফেলার চক্রান্ত অতীতেও হয়েছে এখনও হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা আছেন বলেই আমরা আমাদের এই প্রাণের স্লোগান দিতে পারছি। কাজেই স্বাধীনতাপ্রিয় আমাদের সকলের এ বিষয়টিতে খেয়াল রেখে মুক্তিযুদ্ধের চেতনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, প্রেস ক্লাবের সভাপতি সফিউল হক মিঠু, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা ক্রীড়া সংস্থার গোপাল বসু এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নাসরিন আক্তার ও তুলি দে বক্তব্য রাখেন। 
আলোচনা সভা শেষে শিশু একাডেমী আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার উপর বিজয়ীদের পুরস্কৃত করা হয়।