শিরোনাম
মাগুরা, ৮ মার্চ, ২০২৩ (বাসস) : ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
নারী দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, প্রোগ্রাম অফিসার আনজুমান আরা মাহমুদা, বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, মহিলা উদ্যোক্তা সুমাইয়া ইয়াসমিন সুমি প্রমুখ।