বাসস
  ০৮ মার্চ ২০২৩, ১৬:৫৪

সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ২ জন লাইফ সাপোর্টে ৪ জন আইসিইউতে

ঢাকা, ৮ মার্চ, ২০২৩ (বাসস) : সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ২ জন ‘লাইফ সাপোর্টে’ এবং ৪ জন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
‘লাইফ সাপোর্টে’ থাকা ২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনের মধ্যে ৩ জন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন। অন্যজন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন আজ সাংবাদিকদের বলেন, মঙ্গলবারের বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে ১০ জন এখানে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে তিনজন এখন আইসিইউতে এবং দুজন ‘লাইফ সাপোর্টে’ আছেন।
তিনি বলেন, বার্ন ইনস্টিটিউটে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে কেউই শঙ্কামুক্ত নন। তাদের সবারই ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্থ হয়েছে।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আজ সাংবাদিকদের বলেন, তার হাসপাতালে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে একজন আইসিইউতে আছেন। বাকি যারা হাসপাতালে ভর্তি আছেন, তাদের অবস্থা উন্নতির দিকে।
তিনি জানান, গতকাল বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে আসেন। অধিকাংশ ব্যক্তিকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে ১৩টি লাশ আসে এবং ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় ১৭ জন মারা গেছেন।