শিরোনাম
লক্ষ্মীপুর, ১১ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার রামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামকে (৮১) দাফন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া বায়তুল জামে মসজিদ ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়।
দাফনের আগে রামগঞ্জ থানা পুলিশের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারাসহ মুসল্লীরা।
পারিবারিক সূত্র জানায়, শহীদুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাত ১০ টার দিকে তিনি রামগঞ্জের করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।