শিরোনাম
সুনামগঞ্জ, ১১ মার্চ, ২০২৩ (বাসস) : নানা কর্মসূচির মধ্যে দিয়ে সুনামগঞ্জে মরমী কবি হাছনরাজার মৃত্যু শতবার্ষিকী সম্পন্ন হয়েছে।
শুক্রবার রাতে সুনামগঞ্জ শহরের পুরাতন কালেক্টরেটস্থিত ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে হাছন রাজার মৃত্যু শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। হাছন রাজা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। রাতব্যাপী হাছনগীতি পরিবেশনের মধ্যে দিয়ে শনিবার ভোরে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এর আগে হাছন রাজা পরিষদের সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা ইমনের পরিচালনা এবং হাছন রাজা পরিষদের সভাপতি ও হাসন রাজা গবেষক সামারীন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জামিল চৌধুরী, সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল আতাউর রহমান পীর, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ,শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, হাসন রাজা পরিষদের সহ-সভাপতি মলয় চক্রবর্তী রাজু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ আকিকুর রহমান ও প্রদীপ পাল নিতাই প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেরগুল আহমদ রচিত ২টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।