বাসস
  ১১ মার্চ ২০২৩, ২০:৫৭

জনগণকে সাথে নিয়ে সরকার উৎখাত আন্দোলন প্রতিহত করব : চসিক মেয়র

চট্টগ্রাম, ১১ মার্চ ২০২৩ (বাসস) : কথিত সরকার উৎখাত আন্দোলনের নামে বিএনপি-জামায়াত চক্রের অরাজকতা সৃষ্টি ও অপতৎপরতা জনগণকে সাথে নিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
আজ শনিবার চাঁন্দগাও থানা আওয়ামী লীগের আয়োজিত শান্তি সমাবেশে মেয়র এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চসিক মেয়র বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগের কর্মীরা প্রস্তুত আছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন হয়েছে তাতে বিএনপি-জামায়াত গোষ্ঠী নাখোশ। প্রধানমন্ত্রী যখন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য লড়ছেন তখন এই নাখোশ গোষ্ঠী স্বাধীনতাবিরোধীদের সাথে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে কোন ষড়যন্ত্র প্রতিরোধে প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে আমরা যে কোন মূল্যে সরকারকে টিকিয়ে রাখতে লড়বো, গড়বো স্মার্ট বাংলাদেশ।’
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু তাহের। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা নোমান আল মাহমুদ, আবদুছ ছালাম, জোবাইরা নার্গিস খান, নূর আহমদ নূরু, মো. ঈছা।
এদিকে, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেছেন, বিএনপি-জামাত চক্র দেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। এখন সেদিন আর নেই, নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার দিন শেষ হয়ে গেছে।
আজ ১১ মার্চ বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রধান বক্তা সধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, অপশক্তি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে আছে।
যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, কার্যনির্বাহী সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, ফোরকান উদ্দিন আহমেদ, মো সেলিম উদ্দিন, আখতার হোসেন খান, জেলা যুব মহিলা লীগ আহবায়িকা রওশন আরা রতœা, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু, সহসভাপতি মো. সেলিম উদ্দিন, বিশ্বজিত দাশ বিশু, অরুণ চৌধুরী, জুবায়ের ইসলাম ডলার, অভি চৌধুরী, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।