শিরোনাম
গোপালগঞ্জ, ১২ মার্চ, ২০২৩ (বাসস) : দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে আজ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা যুবলীগের সভাপতি জহির হাসান টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, বক্তব্য রাখেন যুবলীগ নেতা শাহারিয়ার বিপ্লব, মহিউদ্দিন মাতুব্বর, কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন যুবলীগ নেতা রিফাতুল আলম মুছা।