বাসস
  ১২ মার্চ ২০২৩, ১৭:৫৯

লালমনিরহাটে চা চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রণোদনা বিতরণ ও বর্ণাঢ্য র‌্যালি

লালমনিরহাট, ১২ মার্চ, ২০২৩ (বাসস): জেলায় চা চাষ সম্প্রসারণ এবং কৃষকদের চা চাষে উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রণোদনা বিতরণ ও বর্ণাঢ্য চা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা সদরের চিনিপাড়া মহেন্দ্রনগর এলাকায় লালমনিরহাট জেলায় "ইরাডিকেশন অব রুরাল পভার্টি বাই এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কালটিভেশন ইন লালমনিরহাট” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
এদিন আয়োজিত চা চাষে উৎসাহ প্রদান ও প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি।
‘লালমনিরহাট চা প্রকল্পের’ প্রকল্প পরিচালক মো. আরিফ খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. এ কে এম রফিকুল হক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুইজন নির্বাচিত চা চাষী এডভোকেট শামসুল ইসলামকে চারটি স্প্রে মেশিন ও একটি মাকড় নাশক এবং এডভোকেট ময়জুল ইসলাম ময়েজকে একটি প্লাটিন মেশিন প্রদান করা হয়।
এরপর লালমনিরহাট জেলায় চা চাষ সম্প্রসারনের লক্ষ্যে একটি বর্ণাঢ্য চা র্যা লি অনুষ্ঠিত হয়। ‘তামাককে না বলুন, চা কে হ্যাঁ বলুন’ ও ‘উন্নত জ্ঞান, উন্নত চা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র্যা লিটি সদর উপজেলার চিনিপাড়া এলাকা থেকে রংপুর-লালমনিরহাট মহাসড়ক পর্যন্ত  প্রদক্ষিণ করে।