শিরোনাম
ঢাকা, ১২ মার্চ, ২০২৩ (বাসস) : প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার প্রবাসী কর্মীদের আর্থসামাজিক ভাবে লাভবান করার জন্য বাধ্যতামূলক বীমা চালু করেছে।
তিনি বলেন, বীমা বেনিফিট ২ লাখ টাকা থেকে ১০ লাখ টাকায় এবং মেয়াদ ২ বছর থেকে ৫ বছরে উন্নীত হয়েছে। দিনে দিনে এই বীমার সুবিধা বাড়ানো হবে।
মন্ত্রী বলেন, বাধ্যতামূলক এই বীমার পাশাপাশি প্রবাসী কর্মীদের কল্যাণে আরও সুবিধাযুক্ত অন্যান্য বীমা চালুর উদ্যোগ নেওয়া হবে। বীমার সুবিধা যেন প্রবাসী কর্মীরা কাজে লাগাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
ইমরান আহমদ আজ রোববার বিকেল ৩ টায় প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-’৭১ অডিটরিয়ামে জীবন বীমা কর্পোরেশনের সাথে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঁচ বছর মেয়াদি প্রবাসী কর্মী বীমা চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
বেনজির আহমেদ এমপি বলেন, বীমার আওতায় প্রবাসী কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা তৈরি হচ্ছে। তিনি বলেন, যে সব কর্মী বর্তমানে বিদেশে অবস্থান করছেন তারা সবাই যদি এই বীমার আওতায় আসতে পারে তাহলে আরো ভালো হবে।
ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘প্রবাসী কর্মীরা যাতে ঝুঁকিমুক্তভাবে বিদেশে তাদের কাজ করতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার’। তাদের ঝুঁকির কথা বিবেচনা করেই প্রবাসী বীমা চালু করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য বীমা চালুর উদ্যোগটি সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কিভাবে প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা যায় সে বিষয়ে কাজ করার জন্য তিনি বায়রাসহ সকল অংশীজনের প্রতি আহ্বান জানান।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’র মহাপরিচালক মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম ও জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুল হক চৌধুরী বক্তৃতা করেন।