বাসস
  ১২ মার্চ ২০২৩, ২২:৫১

রংপুরের পীরগঞ্জে ‘ওপেন হাউজ ডে’ পালিত

পীরগঞ্জ (রংপুর), ১২ মার্চ ২০২৩ (বাসস) : ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ' শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে
জেলার পীরগঞ্জে আজ ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে।
আজ রোববার বিকেলে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ১৪নং চতরা ইউনিয়ন পরিষদ চত্বরে এই ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডি সার্কেল) মো: কামরুজ্জমন পিপিএম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) নাসিম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট দিলশাদ ইসলাম প্রমুখ।