বাসস
  ১৩ মার্চ ২০২৩, ১৫:২৫
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৮:৫৩

বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে ৩ দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

গোপালগঞ্জ, ১৩ মার্চ, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স আগামি ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৩দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্ন করার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক এই নির্দেশ জারি করা হয়েছে।