বাসস
  ১৩ মার্চ ২০২৩, ২২:১৯

ঝিনাইদহে যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে পরামর্শ সভা

ঝিনাইদহ, ১৩ মার্চ ২০২৩ (বাসস): জেলায় আজ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে ‘যৌন হয়রানিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান’ শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ সোমবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (ঝিনাইদহ-মাগুরা) সংসদ সদস্য খালেদা খানম।
সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রশিদ, মহিলা-ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।