বাসস
  ১৪ মার্চ ২০২৩, ২৩:৩৫

লালমনিরহাটে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে ছাগল ও ভেড়া বিতরণ

লালমনিরহাট, ১৪ মার্চ ২০২৩ (বাসস): জেলার আদিতমারি উপজেলায় আজ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬ এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩২ টি পরিবারের মধ্যে ছাগল ও ভেড়া বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আদিতমারি উপজেলা পরিষদ মিলনায়তনে ছাগল ও ভেড়া বিতরণী অনুষ্ঠান ভার্চুয়ালী উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।
আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র সরকার, আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা, ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে ১৬ জন ছাগল পালনকারীকে ৩২টি ছাগল ও ১৬ জন ভেড়া পালনকারীকে ৪৮টি ভেড়া প্রদান করা হয়।