শিরোনাম
নাটোর, ১৪ মার্চ, ২০২৩ (বাসস) : আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জেলায়। আজ বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় জেলা প্রশাসক বলেন, আমরা ক্রেতা স্বার্থ বিবেচনা করে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি। ক্রেতা স্বার্থ বিঘিœত হলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত এবং প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনী সহযোগে গঠিত টাস্কফোর্স প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।