শিরোনাম
ফেনী, ১৫ মার্চ, ২০২৩ (বাসস) : ফেনী সদরের ১৩০ প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা আওয়ামী লীগ।
আজ বুধবার দুপুরে শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হাফেজ আহাম্মদ।
সংবর্ধনা পেয়ে সত্তরোর্ধ্ব পাঁচগাছিয়া ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা কবির আহাম্মদ বলেন, ৬ দফা আন্দোলন হতে এখনো আওয়ামী লীগের রাজনীতি করি। এ সম্মান দেশ ও দলের জন্য কাজ করতে আরো অনুপ্রাণিত করবে।
একই ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম সম্মাননা পেয়েছি। আমৃত্যু নৌকার পক্ষে কাজ করে যেতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, প্রবীণদের পথ ধরে আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করছি। তাদের সম্মান জানিয়ে আমরাও সম্মানিত হলাম। অগ্রজদের সম্মাননা প্রদান এবারই প্রথম আয়োজিত হয়েছে। জেলাব্যাপী এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিমউল্যাহ বিকম’র সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।
আয়োজন প্রসঙ্গে শুসেন চন্দ্র শীল জানান, ৬৫ বছরের ঊর্ধ্বে সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১৩০ প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের রাজনৈতিক জীবনকাল তুলে ধরতে ৮৪ মিনিটের একটি ডিজিটাল উপস্থাপনা প্রদর্শন করা হয়।