শিরোনাম
গোপালগঞ্জ, ১৫ মার্চ, ২০২৩ (বাসস): জেলার মুকসুদপুওে আজ বজ্রপাতের ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
বুধবার উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার আজিজুর রহমান জানান- বজ্রপাতের ঘটনায় একই পরিবারের দুইভাই আহত হয়। পরে তাদের স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক তাদের মধ্যে বড়ভাই মো. ফোরকান (১৪) মৃত ঘোষণা করে এবং ছোটভাই রায়হান (৪) গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হতাহতরা উপজেলার নওহাটা দক্ষিণপাড়া এলাকার আমিনুজ্জামান আলীর ছেলে।