শিরোনাম
নাটোর, ১৬ মার্চ, ২০২৩ (বাসস) : ধর্মীয় সম্প্রীতি রক্ষায় জেলায় দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
কর্মশালার উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বাস করেন। সকলের ঐকান্তিক সহযোগিতায় এ সম্প্রীতি অটুট থাকবে। ধর্মীয় উগ্রতার কোন স্থান এদেশে হবেনা।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আশরাফুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আবুল কাশেম। নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।
কমৃশালা পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প’ এর প্রশিক্ষণ কনসালটেন্ট জাহিদুল ইসলাম। কর্মশালায় বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ এবং পেশাজীবী অংশগ্রহণ করেন।