বাসস
  ১৬ মার্চ ২০২৩, ১৯:৪১

আইনজীবী সমিতি প্রাইভেট সংগঠন, এখানে প্রধান বিচারপতির কিছুই করার নেই : এটর্নি জেনারেল

ঢাকা, ১৬ মার্চ ২০২৩ (বাসস) : এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, আইনজীবী সমিতি প্রাইভেট সংগঠন, প্রধান বিচারপতির এখানে কিছুই করার নেই।
প্রধান বিচারপতির এমন কথা সাংবাদিকদের জানিয়েছেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।  প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার পর আজ দুপুরে নিজ কার্যালয়ে এটর্নি জেনারেল সাংবাদিকেদের সাথে কথা বলেন।
এটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি বলেছেন, এটা আমাদের বিষয় না। এটা বারের (আইনজীবী সমিতির) বিষয়। এখানে প্রধান বিচারপতির করণীয় কিছু নেই। আপনারা বারের সিনিয়র আইনজীবীদের নিয়ে বসে আলাপ করে সমস্যার সমাধান করেন। সবাই মিলে পরিবেশ সুষ্ঠু রাখার চেষ্টা করেন।
এএম আমিন উদ্দিন আরও বলেন, আমি বিচারপতিদেরকে পত্রিকায় প্রকাশিত একটি ছবি দেখিয়ে বলেছি বাঁশ হাতে ভাংচুরে জড়িত আইনজীবী বিএনপি পন্থী। সে আওয়ামী লীগ পন্থী না। উভয়পক্ষই যখন এমন করে তখন কি করণীয় জানতে চাইলে আমি বলেছি, মমতাজ উদ্দিন ফকির ও আবদুন নূর দুলাল যখন নির্বাচন করতে গেল তখন বাধা দিচ্ছিল। সেই পর্যায়ে সেখানে পুলিশ প্রবেশ করে। আগের দিনই বারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছিল। কারণ আগের দিন রাতেই বিএনপি সমর্থক লোকজন ব্যালট পেপার ছিরে ফেলে। এ এম আমিন উদ্দিন  বলেন, পরিবেশ সুষ্ঠু রাখতে দুপক্ষকেই ভুমিকা রাখতে হবে। একপক্ষ ব্যালট পেপার ছিড়তে গেলে অপরপক্ষ বাধা দিবেই। তিনি বলেন, বার এসোসিয়েশনের প্রতিটি ভোটে বার এর পক্ষ থেকে আইন-শৃঙ্খলা ও শান্তির স্বার্থে পুলিশ চেয়ে চিঠি দেয়া হয়।
এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুইদিনব্যাপী ভোট আজ শেষ হয়েছে।