বাসস
  ১৬ মার্চ ২০২৩, ১৯:৪৩

২৪ ঘণ্টায় করোনায় ৭ জন আক্রান্ত

ঢাকা, ১৬ মার্চ, ২০২৩ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮০ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 
আগের দিন ১ হাজার ৬৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৯ জনের। আজ সংক্রমণ কমেছে দশমিক ২৮ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৫৫ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ২৭ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৩ লাখ ৩৩ হাজার ২৪৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৯৫৪ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৬ হাজার ৭০২ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৪৭ শতাংশ।