বাসস
  ১৭ মার্চ ২০২৩, ১০:৫৬

নড়াইলে জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

নড়াইল,  ১৭ মার্চ, ২০২৩ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
সকাল ৮টায় পুরাতন বাসটার্মিনালে ও জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিলো- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়ার মাহফিল, র‌্যালি, কেককাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরাসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।