শিরোনাম
রাঙ্গামাটি, ১৭ মার্চ, ২০২৩ (বাসস): জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচ পালন করছে।
আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করাসহ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় জেলা আওয়ামী লীগ দলীয কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা, যুগ্ম সম্পাদক সজল চাকমা চম্পা, পৌর আওয়ামী লীগের সহ-সভপতি মো: নাসির উদ্দিন তালুকদার, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি আশীষ কুমার চাকমা নব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহজাহান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা মহিলালীগ নেত্রী রিমি চাকমা, জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মদিন উপরক্ষে আজ বিকেল ৩ টায় র্যা লি, আলোচনা সভা ও শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা।
এ ছাড়া জেলার ১০ উপজেলায়ও আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপরক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।