শিরোনাম
পিরোজপুর, ১৮ মার্চ, ২০২৩ (বাসস) : পিরোজপুর- নাজিরপুর সড়কের বৈদ্যপাড়া মোড়ে আজ ভোরে অগ্নিকান্ডে ৬টি দোকান আগুনে পুড়ে গেছে।
অগ্নিকান্ডে মোঃ নূরুল হকের ডিপার্টমেন্টাল স্টোর, রহমত বাবুর ওষুধের দোকান, জুলফিকার আলী খানের ওষুধের দোকান, কাদের মিয়ার আসবাবপত্রের দোকান, মোঃ আবু হোসেনের মোটরসাইকেলের গ্যারেজ এবং এ্যাড. আকরাম আলী মোল্লার ল-চেম্বার পুরে ভস্মীভূত হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুর রশিদ জানান যে, অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা। এদিকে এ অগ্নিকান্ডের খবর শুনে নিজ নির্বাচনী এলাকায় অবস্থানরত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকানের মালিকদের ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।