শিরোনাম
হবিগঞ্জ, ২০ মার্চ, ২০২৩ (বাসস) : জেলার নবীগঞ্জ থেকে ১৫০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাঁচপাড়া গ্রামের মৃত কলিম উল্লার ছেলে আলী আহম্মেদ (৩৫) ও সিলেট সিটি কর্পোরেশনের শাহপরান এলাকার মৃত কচি মিয়ার ছেলে জামাল আহমদ (৪৮)।
এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী আজ জানান, নবীগঞ্জের আউশকান্দি এলাকা থেকে দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকের মূল্য ৩ লাখ টাকা।
তিনি জানান-তাদেরকে আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। অভিযানকারে তাদের সহযোগী আরও ২/৩ জন পালিয়ে যায়।