বাসস
  ২০ মার্চ ২০২৩, ১৪:৩১
আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৪:৩৮

পুতিনের দখল করে নেয়া মারিউপোল পরিদর্শন

কিয়েভ (ইউক্রেন), ২০ মার্চ, ২০২৩ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিন আকস্মিকভাবে মারিউপোল পরিদর্শন করেন। মস্কোর আগ্রাসন শুরুর পর ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয়া এ ভূখ-ে এটি ছিল তার প্রথম সফর। ক্রেমলিন রোববার একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সেখানে পুতিনের এমন সফরের ব্যাপারে ইউক্রেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
ক্রিমিয়া অধিগ্রহণের নবম বার্ষিকী পালন উপলক্ষে পুতিন এ উপদ্বীপ পরিদর্শন করার মাত্র কয়েক ঘণ্টা পর ক্রেমলিনের বিতরণ করা ভিডিও ফুটেজে তাকে হেলিকপ্টারে করে মারিউপোলে অবতরণ করতে দেখা যায়।  আর এ বন্দর নগরী মস্কো অনেক দিন ধরে অবরোধ করে রাখার পর দখল করে নেয়।
রুশ নেতা শহরটি ঘুরে দেখেন এবং তাকে একটি গাড়ি চালাতে দেখা যায়। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, তিনি পুননির্মিত একটি মিউজিক্যাল থিয়েটার পরিদর্শন করেন এবং পুনর্গঠন কাজের উপর একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা ভিডিও ফুটেজে দেখা যায়, একজন বাসিন্দা পুতিনকে বলছেন, ‘আমরা আপনার জন্য প্রার্থনা করছি।’ এ সময় ওই ব্যক্তি শহরটিকে ‘স্বর্গের একটি ছোট টুকরো’ হিসেবে উল্লেখ করে। ওই ফুটেজে দেখা যায়, পুতিনের এ সফর রাতে হয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, শনিবার দিবাগত মধ্যরাতের পর রোববার প্রথম প্রহরে পুতিন এ সফর করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুতিনের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পূর্ব দনবাস অঞ্চলে এটি তার প্রথম সফর ছিল এবং মস্কো মারিউপোল দখলের ঘোষণা দেয়ার প্রায় এক বছর পর তিনি সেখানে আসলেন।
মস্কোর বেপরোয়া বোমাবর্ষণ এবং নির্মম অবরোধের কারণে শহরটি বিধ্বস্ত হয়ে পড়ে। এ বন্দর নগরী আজভ সাগরের তীরে অবস্থিত।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার বার্তায় বলা হয়, পুতিন রাতে ‘একজন চোরের মতো’ শহরটি পরিদর্শন করেন।