বাসস
  ২০ মার্চ ২০২৩, ২২:৩৫

ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

পাবনা, ২০ মার্চ, ২০২৩ (বাসস) : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে এবং সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা থেকে দূরে থাকার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
আজ পাবনা জেলা প্রশাসন ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আন্তঃ ধর্মীয় এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন ও  পুলিশ সুপার আকবর আলী মুন্সী ।
ফরিদুল হক খান আরো বলেন, একটি বিশেষ মহল ধর্মকে নিয়ে অপব্যাখ্যা করে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।