বাসস
  ২১ মার্চ ২০২৩, ১১:১৪

মণিরামপুরে সুবিধাভোগীরা লটারির মাধ্যমে বেছে নিলেন নতুন ঘর

যশোর, ২১ মার্চ, ২০২৩ (বাসস) :‘মার গর্ভ থেকে দুনিয়ায় আসার পর থেহে দুঃখ কষ্ট খেয়ে জীবন কাটাচ্ছি। আমি সারা গ্রাম ঘুরে ঘুরে ছাবড়া ঘরে থাকতাম। এহন শেষ বয়সে আইসে দালান ঘর পাইছি। যা স্বপ্নেও কোন দিন ভাবিনি’। চোখে মুখে আনন্দ উচ্ছ্বাসের ছোঁয়া ফুটে উঠা সালেহা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন। আগামী কাল ২২ মার্চ প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সারাদেশে একযোগে ৩৯ হাজার ৩৬৫টি ঘর উদ্বোধন করবেন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উপহার হিসেবে প্রদান করবেন। কথাগুলো বলছিলেন মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া  বৃদ্ধা সালেহা বেগম। তিনি উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মৃত শামছুর রহমানের স্ত্রী। সালেহা বেগম এ সময় আবেগ-আপ্লুত কন্ঠে বলেন, ‘বিয়ের পর ৪ সন্তান জন্ম দিয়ে সে (স্বামী) আমারে ছেড়ে চলে (মৃত্যু) গেছে। মানুষির কাছ থেহে চাইয়ে-চিন্তে নিয়ে তিন মাইয়ের বিয়ে দিছি। এক ছেলে বিয়ে কইরে নিজির সংসার নিয়ে ব্যস্ত।’ সালেহার মতো নতুন ঘর পাওয়া আসমা খাতুন, মোসলেম উদ্দীন, আরশাদ গাজী মৌসুমি খাতুন একই রকম অনুভূতি প্রকাশ করেন।
সোমবার  গোয়াবাড়িতে আশ্রয়ণ প্রকল্পের ১৮টি নতুন ঘর লটারির মাধ্যমে বেছে নেন উপকারভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু আব্দুল¬াহ বায়েজিদ, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনসহ গণমাধ্যম কর্মীরা।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, যশোর জেলায় ৩৩৩টি নতুন ঘর উদ্বোধন করা হবে। এতে এ উপজেলায় ৪৫ টি নতুন ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার হিসেবে পেতে যাচ্ছে।