বাসস
  ২১ মার্চ ২০২৩, ১৩:২০

ইলিয়াস-বাবুলের বিরুদ্ধে প্রতিবেদন ২৭ এপ্রিল

ঢাকা, ২১ মার্চ, ২০২৩ (বাসস) : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মামলায় সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। অন্য আসামিরা হলেন, বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু (৪৫) ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া (৭২)।
মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
এরআগে গত বছরের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার রাজধানীর ধানমন্ডি থানায় এ মামলা করেন । মামলায় ডিজিটাল নিরাপত্তা ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়।