বাসস
  ২১ মার্চ ২০২৩, ১৫:৩৬

পাবনার সাঁথিয়ায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৫

পাবনা, ২১ মার্চ ২০২৩(বাসস) : জেলার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ভিটাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মুতাহার হোসেন (৩০) ও একই এলাকার আব্দুর বারেকের ছেলে ফারুক আহম্মেদ (৩৩)।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, মঙ্গলবার সকলে ভিটাপাড়া থেকে যাত্রী বোঝাই সিএনজি চালিত অটোরিকশাটি বেড়া উপজেলার কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮ টার দিকে অটোরিকশাটি ঢাকা-পাবনা মহাসড়কের সাঁথিয়া উপজেলার সমাসনারী মাদ্রাসার সামনে পৌঁছালে পাবনা থেকে ছেড়ে আসা ডাক বিভাগের পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর অপর একজন মারা যায়।
এ ঘটনায় আহত ৫জনকে বেড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।