বাসস
  ২২ মার্চ ২০২৩, ১৫:২০
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৫:৫৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

বগুড়া, ২২ মার্চ, ২০২৩(বাসস) :  জেলায় আজ ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সদর উপজেলার এলিয়ায় হাটখোলা এলাকার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়া ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন  জানান- দুর্ঘটনায় আহত পাঁচজনকে শজিমেক হাসপাতালে আনার পরপরই একজন মারা যান। চারজন গুরতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশংকাজনক।
নিহত ব্যক্তির নাম মো. লিটন (৪০)। তিনি কাহালু উপজেলার মুরইল মিয়াপাড়া এলাকার মৃত আ. সামাদের ছেলে। তিনি সিএনজি অটোরিকশার চালক ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম জানান, ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে  গেছেন। দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহত বাক্তির মরদেহ হাসপাতালেরম মর্গে আছে। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।