বাসস
  ২২ মার্চ ২০২৩, ১৯:২২

শরীয়তপুর আশ্রয়ণ প্রকল্পে যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

শরীয়তপুর, ২২ মার্চ, ২০২৩ (বাসস) : পবিত্র রমজান মাস এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সূবর্ণজয়ন্তী উপলক্ষে শরীয়তপুর পৌরসভা যুবলীগের উদ্যোগে বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
দিনব্যাপী শরীয়তপুরের বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, চিড়া, গুড়, ডাল, তেল ও খেজুর। পৌরসভা যুবলীগের সহ-সভাপতি মো. রোমান আকন্দ’র পৃষ্টপোষকতায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।