বাসস
  ২২ মার্চ ২০২৩, ১৯:৩৫

লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের স্মরণে শোক সভা

লক্ষ্মীপুর, ২২ মার্চ ২০২৩ (বাসস): জেলা সদরে আজ লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু তাহেরের স্মরণে নাগরিক শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা নাগরিক কমিটির ব্যানারে এ শোকসভার আয়োজন করা হয়। 
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের সভাপতিত্বে এ শোক সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ উল্যা, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ। 
আলোচনাসভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।