বাসস
  ২২ মার্চ ২০২৩, ২১:৪১

লালবাগ কেল্লার হাম্মাম খানা সংরক্ষণে বাংলাদেশকে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকা, ২২ মার্চ, ২০২৩ (বাসস): ১৭ শতকে স্থাপিত লালবাগ কেল্লা কমপ্লেক্সের তিনটি প্রাথমিক কাঠামোর অন্যতম মুঘল হাম্মাম খানার স্থাপত্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে সহযোগিতা দিয়েছে।
মার্কিন দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে গত দুই বছরে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)-এর মাধ্যমে ২ কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক লালবাগ কেল্লার হাম্মাম খানা সংস্কার করেছে।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ রাজধানীর পুরান ঢাকার লালবাগ কেল্লায় সম্প্রতি সংস্কারকৃত মুঘল হাম্মাম খানা উন্মোচন করেন।
ঐতিহাসিক লালবাগ কেল্লায় মুঘল আমলের হাম্মাম খানার সংস্কার, রেট্রোফিটিং ও থ্রিডি স্থাপত্য প্রামাণ্যীকরণের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতায় হাস বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রচার, মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করা এবং বিশ্বজুড়ে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার প্রদান করে।
তিনি আরও বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।’
অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) বিদেশে মার্কিন সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য সাংস্কৃতিক উদ্যোগগুলির অন্যতম।বিগত ২০ বছরে যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কার ও সংরক্ষণে বাংলাদেশে ১১টি এএফসিপি প্রকল্পে মোট ৬ কোটি টাকার বেশী  সহায়তা দিয়েছে।